পালিয়ে বেড়ানো জামায়াত নেতা হেলালী ধরা পড়ল পুলিশের জালে

চট্টগ্রাম সিটি করপোরেশন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) রাত ১১টার দিকে নগরের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামসুজ্জামান হেলালী বহদ্দারহাট আরাকান হাউজিং সোসাইটি বি ব্লক ১ নম্বর রোডের মো. আব্দুস সাত্তারের ছেলে।

আরও পড়ুন: টেরিবাজারে গোপন বৈঠক—জামায়াতের আরও ১০ নেতাকর্মী রিমান্ডে

পুলিশ সূত্রে জানা যায়, শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় ওয়ারেন্ট ছিল, বাকি ৭টি মামলা বিচারাধীন।

যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিতা করে আলোকিত চট্টগ্রামকে বলেন, জামায়াতে ইসলামীর মহানগরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীকে চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, নাশকতাসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি মামলাগুলো বিচারাধীন রয়েছে। আজ (শনিবার) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!