জামালখানে শ্রমিকের ওপর হঠাৎ ধসে পড়ল দেয়াল, নিহত ১

নগরে একটি পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে নগরের জামালখান ৪৩ নম্বর সড়কের দাওয়াত রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ দিন ধরে রতন ভট্টাচার্যের মালিকানাধীন পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ চলছিল। আজ (বুধবার) বিকাল ৪টার দিকে হঠাৎ ভবনটির সড়ক সংলগ্ন দেয়ালটি ধসে পড়ে। এসময় ঘটনাস্থলে এক নিহত ব্যক্তি হন। নিহত ব্যক্তি সেখানে সুপারভাইজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন: আগ্রাবাদে হঠাৎ ধসে পড়ল দেয়াল, রক্তাক্ত ৫

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ ভবনটির দেয়াল ধসে পাশের রাস্তার উপর পড়লে রন (৫৫) নামের এক পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরিত্যক্ত ভবনটির সংস্কার কাজ চলছিল কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই।

সরেজমিনে দেখা গেছে, দেয়াল ধসে পড়ার পর পরিত্যক্ত ভবনে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এসময় আশপাশে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল কোতোয়ালি থানা পুলিশও।

এ বিষয়ে জানতে চাইলে জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন আলোকিত চট্টগ্রামকে বলেন, পরিত্যক্ত ভবনটির সংস্কার কাজের সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় একজন। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দেওয়াল ধসের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ দেওয়ালের নিচে আরও কেউ আছে কিনা উদ্ধার কাজ শেষে নিশ্চিত হওয়া যাবে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!