জামালখানে ছাত্রলীগ কর্মী খুনের আসামি নিলয় পুলিশের জালে

নগরের জামালখানে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী আসকার বিন তারেক ইভান হত্যা মামলার পলাতক আসামি নিলয় দত্তকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে কোতোয়ালী থানার হেমসেন লেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিলয় দত্ত। নিলয় রাউজান থানার ৩ নং চিকনদন্ডী নোয়াপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের ছেলে।

নিহত আসকার বিন তারেক ইভান (১৮) নগরের এনায়েতবাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার দুপুরে হেমসেন লেইন এলাকা থেকে নিলয় দত্তকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি বলেন, আসকার বিন তারেক (ইভান) হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত নয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!