ছোট পুঁজিতে বড় জয়, মিরপুরে নতুন ইতিহাস

টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। ছোট পুঁজি নিয়েই বড় জয় তুলে মিরপুরে ক্রিকেট ইতিহাসে নতুন একটি অধ্যায় লিখল মাহমুদুল্লাহ রিয়াদের দল।

মঙ্গলবার (৩ আগস্ট) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের (২) উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। এরপর সফরকারী অস্ট্রেলিয়ার দুই পেসারের সামনে খুব একটা সুবিধা করতে পারছিলেন না নাইম শেখ (৩০) ও সাকিব আল হাসানও (৩৬)। তাদের মাঝারি দুটি ইনিংসের পাশাপাশি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (২০) ও আফিফ হোসেনের (২৩) ইনিংসের ওপর ভর করে সাত উইকেটে ১৩১ রানের ছোট পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জশ হ্যাজলউড তিনটি ও মিচেল স্টার্ক দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ১১ রানেই তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর মিচেল মার্শ (৪৫) এক প্রান্ত আগলে কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। বাংলাদেশের বোলারদের তোপে ১০৮ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ চারটি এবং মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম দুটি করে উইকেট নেন।

ম্যাচসেরা হন নাসুম আহমেদ।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!