ছেলের মতো বাবাকেও গলাকেটে মারলো দুর্বৃত্তরা

নিখোঁজের একদিন পর গলাকাটা মরদেহ মিললো বৃদ্ধের।

শুক্রবার (২৫ জুন) ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের একটি টিলার পাদদেশ থেকে এ লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের নাম মো. এজাহার মিয়া (৬০)। তিনি ওই ইউনিয়নের উত্তর কাঞ্চননগর গ্রামের দীঘিরপাড়া এলাকার মৃত ছুন্নু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এজাহার মিয়া পেশায় কৃষক। তিনি শান্ত প্রকৃতির মানুষ। তাঁর একাধিক বর্গা গরু রয়েছে। গত ৫-৬ মাস পূর্বে দুর্বৃত্তরা ঠিক এভাবেই তাঁর ৩২ বছর বয়সী এক ছেলেকে গলাকেটে হত্যা করে। এ সময় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন তিনি।

নিহতের আরেক ছেলে মুহাম্মদ বাদশাহ আলম বলেন, ‘বাবা বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হন। এরপর রাতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন টিলার পাদদেশে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমার ধারণা, বাবাকেও ভাইয়ের খুনিরাই হত্যা করেছে। পুলিশ আগের খুনিদের গ্রেফতার না করায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘এজাহার মিয়া নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

লাশের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

আক্কাছ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!