ওষুধ—চিকিৎসাসামগ্রী নিয়ে রাতেই চট্টগ্রাম মেডিকেলে ছুটে যান মেয়র রেজাউল

সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছুটে যান সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী দেন।

শনিবার (৫ জুন) রাত ২টার দিকে তিনি চমেক হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে দায়িত্বরত চিকিৎসকদের আহ্বান জানান। এছাড়া তিনি চসিকের ডাক্তার ও নার্সদের এগিয়ে আসার পাশাপাশি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটকে প্রয়োজনীয় রক্ত সরবরাহের নির্দেশনা দেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যাকে হত্যার হুমকিতে উত্তাল চট্টগ্রাম, আওয়ামী লীগের কর্মসূচিতে নেই মেয়র রেজাউল

এসময় মেয়র বলেন, সিটি করপোরেশন যেকোনো দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে।

ভয়াবহ আগুনে হতাহতদের পাশে যেসব চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থী এগিয়ে এসেছে তাদের ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোকসপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মেয়র।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!