ছাদ ভেঙে ঘরে ঢুকল চোরের দল, নিয়ে গেল ৩৫ লাখ টাকার মালামাল

মিরসরাইয়ে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার করেরহাট ৫ নম্বর ওয়ার্ডের কাটাগাং গ্রামের ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন প্রকাশ আলাউদ্দিন আলোর বাড়ি ও রবিউল হোসেন মাস্টার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ সময় চোরের দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ইউএস ডলারসহ দুই পরিবারের প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

আরও পড়ুন : চুরিতে বাধা—স’মিলের নৈশপ্রহরীকে পিটিয়ে মারল চোরের দল

এনায়েত হোসেন নয়ন আলোকিত চট্টগ্রামকে বলেন, চুরির খবর পেয়ে শনিবার সকালে বাড়ি দুটি পরিদর্শন করেছি। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, শুক্রবার রাত ৯টার দিকে তারা পাশের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে ঘরের ছাদ ভেঙে সিঁড়ি দিয়ে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে চোরের দল।

জোরারগঞ্জ থানা পুলিশকে চুরি-ডাকাতি রোধে এলাকায় টহল আরো জোরদারের দাবি জানান তিনি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই জহির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!