ছদ্মবেশে সাগরে অভিযান, অস্ত্র—গুলিসহ র‌্যাবের জালে ৬ জলদস্যু

কক্সবাজারের উপকূল থেকে অস্ত্র ও গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন : মইজ্জ্যারটেকে রাতের অভিযানে ৪ যুবকের কাছে মিলল ৬২০০ ইয়াবা

আটক দস্যুরা হলেন౼ নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) এবং ওমর ফারুক (২১)। তারা সবাই মহেশখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জলদস্যুরা। খবর পেয়ে র‌্যাবের একটি দল ছদ্মবেশে সাগরে অভিযান চালায়। এ সময় একটি ট্রলার থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!