অন্য উপজেলা থেকে এসে চুরি করে রাউজানে, চোর ধরিয়ে দিল সিসি ক্যামেরা

রাউজানে জলির নগর বাস স্টেশন এলাকার দোকানে চুরির ঘটনায় আটক হয়েছে চোর।

রোববার (১৬ জানুয়ারি) ওই চোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, শাহ নাতোয়ান থাই অ্যালুমিনিয়াম মালিক নাছির উদ্দিন ১১ জানুয়ারি রাউজান থানায় চুরির অভিযোগ দেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর মো. আরমান (২৫) শনাক্ত করে। এরপর তাকে আটক করে।

আটক চোর আরমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার নুরুল ইসলাম বাড়ির নুরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: এক চোরকে ধরতে গিয়ে পুলিশের জালে চোরচক্র

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুলাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, জলিল নগর এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হলে পুলিশের নজরদারি বাাড়ানো হয়। এরই অংশ হিসাবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সংঘবদ্ধ চোরদলের একজনকে আটক করা হয়।

তিনি বলেন, বিভিন্ন উপজেলা থেকে এসে চোরের দল রাউজানে চুরি করে সটকে পড়ে।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, আটক চোর আরমানের বিরুদ্ধে চকরিয়া থানায় চুরির মামলা এবং পটিয়া থানায় মাদক আইনে মামলা রয়েছে।

শফিউল আলম/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!