চোরের মা’র বড় গলা—চুরিও করল, নাক-মুখ ফাটিয়ে যুবককে পাঠাল হাসপাতালে

বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় প্রতিবেশীর হামলার শিকার হয়েছেন আবুল হাশেম নামের এক যুবক। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠায়।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের মুরাদপুর মোহাম্মদপুরের শাহ আর্কেড টাওয়ারে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : চুরিতে বাধা—স’মিলের নৈশপ্রহরীকে পিটিয়ে মারল চোরের দল

আহত আবুল হাশেম (৪০) ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহতের ছোট ভাই আবু নাঈম। অভিযুক্তরা হলেন- মো. সাইফুল ইসলাম, সাজিত হোসেন, মমতাজ বেগম এবং সাইফুলের স্ত্রী শারমিন আকতার তানিয়া। তাঁরা সবাই ওই ভবনের বাসিন্দা।

আবুল হাশেমের ভাই আবু নাঈম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বৈদ্যুতিক মিটার থেকে গোপনে সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল সাইফুল। এটি হঠাৎ আমার নজরে আসে। আমাদের মিটার থেকে কেন বিদ্যুৎ ব্যবহার করছে—জানতে চাইলে সাইফুল ও তার পরিবারের সদস্যরা আমাকে টানাহেঁচড়া করতে থাকে। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে আমার ভাই আবুল হাশেমের ওপর আঘাত করে। এতে আমার ভাইয়ের নাক-মুখ ফেটে যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে আমার ভাইকে হাসপাতালে পাঠায়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!