চুরির মালসহ ৫ যুবককে আটক করল পুলিশ

নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি করা মালসহ চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) রাতে বায়েজিদ ও বহদ্দারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো.হারুন (২৮), মো. শুক্কুর হোসেন (৩৩), মো. সেলিম (৫০), মো. আবদুর রহিম সুমন (২৪) ও কাজল (৪০)।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর মজিবুর রহমান ১৮০০ পিস প্যান্ট ওয়াশ করতে টেক্সটাইলের মক্কা ওয়াশিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরিকে অর্ডার দেন। ওয়াশের প্যান্টগুলো পটিয়া শান্তিরহাটের সান ফ্যাশন গার্মেন্টেসে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় অভিযুক্ত হারুন ও শুক্কুরকে। তারা ১৮০০ পিসের পরিবর্তে ১ হাজার পিস প্যান্ট সান ফ্যাশন গার্মেন্টেসকে বুঝিয়ে দেয়।

আরও পড়ুন: চুরিতে বাধা—স’মিলের নৈশপ্রহরীকে পিটিয়ে মারল চোরের দল

এদিকে সান ফ্যাশন থেকে মজিবুরকে ফোন করে বিষয়টি জানানো হয়। হারুন ও শুক্কুরের কাছে ৮০০ প্যান্ট কোথায় জানতে চান মজিবুর। পরে তারা সদুত্তর দিতে না পারায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেন মজিবুর।

এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, চোরাই মালামালসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যে বাকলিয়া মিঞাখান নগর মেট ফ্যাক্টরি থেকে ৭২৫ পিস প্যান্ট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!