চুরিতে বাধা—স’মিলের নৈশপ্রহরীকে পিটিয়ে মারল চোরের দল

মিরসরাইয়ে একটি স’মিলের নৈশপ্রহরী নুরুল আমিনকে (৫৫) খুন করেছে দুর্বত্তরা।

শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ কমরআলী রাস্তার পাশে ছোটন চৌধুরীর স’মিলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার সকাল ১১টায় ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।

নিহত নুরুল আমিন ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ এলাকার দলিলুর রহমান বাড়ির মৃত আহম্মেদুর রহমানের ছেলে।

আরও পড়ুন : ‘যৌতুকের বলি’—রান্না মাংস স্বাদ না হওয়ার অজুহাত, বধূকে পিটিয়ে হত্যা

জানা গেছে, শুক্রবার রাতে বড় কমলদহ এলাকায় ছোটন চৌধুরীর মালিকানাধীন স’মিলের পানির মোটর ও তিনটি ট্রান্সফরমার চুরি করার সময় নৈশপ্রহরী নুরুল আমিন দুর্বৃত্তদের বাঁধা দেওয়ার চেষ্টা করে। এ সময় তাকে দুর্বৃত্তরা হাত-পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে খুন করে। শনিবার সকালে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, এলাকায় নুরুল আমিনের সঙ্গে কারো ঝামেলা বা শত্রুতা নেই। প্রাথমিক তদন্তে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ধারনা করছি, স’মিলে চুরি করতে আসা চোরের দলকে চিনে ফেলায় হাত-পা বেঁধে পিটিয়ে তাকে খুন করেছে। সুরতহালে তার মাথায়, পায়ে ও কানে আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!