চাষের জন্য সার ও বীজ পেলেন হাইলধরের ৪০ কৃষক

প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাইলধর এলাকায় ৪০ কৃষকের মাঝে ভর্তুকি মূল্যের এসব সার ও বীজ বিতরণ করা হয়।

দক্ষিণ জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মু. ইব্রাহিম চৌধুরী নেতৃত্বে এ আয়োজন করা হয়। এসময় প্রত্যেক কৃষককে উফশী ধান, কম্পোস্ট সার ও পটাশ ইউরিয়া সার দেওয়া হয়।

আরও পড়ুন: দেশের প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ-রাসায়নিক পাচ্ছে : দিদারুল আলম

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দীন, ফরিদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদু সালাম, সাইফুল ইসলাম, কৃষক নেতা লোকমান, জসিম উদ্দীন, আকতার উদ্দীন, খোরশেদুল আলম, মো. এরশাদ, যুবলীগ নেতা ফরহাদুল ইসলাম, মো. রিপন, জেলা ছাত্রলীগ নেতা আসিফ আজম, উপজেলা ছাত্রলীগ নেতা ওসমান, মো. শাহেদ, মো. নিরু ও শাহেদুর রহমান অপি।

কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক, বশির, আলমগীর, আলী আকবর, আবদুল আজিজ, মো. মুছা, সায়মন, মনজুর, বাঁচা, বেলাল, আবদুল হক, আবদু শুক্কুর ও বাবু।

কৃষক লীগ নেতা ইব্রাহিম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে নানা কর্মসূচি নিয়েছেন। এরই ধারাবাহিকতায় কৃষকদের প্রাণের সংগঠন বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে এই সার ও বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!