চান্দগাঁও রেলক্রসিংয়ে ব্যাগের ভেতর ২৫ লাখ টাকার ‘হাতির দাঁত’ লুকিয়ে রেখেছিল ২ যুবক

নগরে ২৫ লাখ টাকা দামের হাতির দাঁতসহ বন্য প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ কেনাবেচার জড়িত চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭।

আটক মো. জাহাঙ্গীর আলম (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর হাসান হোসেন এলাকার মৃত তফছির আহম্মদের ছেলে এবং মো.শহিদুল আলম (৪০) রাঙ্গুনিয়া থানার দক্ষিণ পদুয়ার মো. মোস্তফার ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: চান্দগাঁওয়ের চক মার্কেটে ক্রেতার অপেক্ষায় ছিল তরুণ—তরুণী

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদে চান্দগাঁওয়ের টেকবাজার রেলক্রসিং এলাকার একটি বিল্ডিংয়ের চতুর্থ তলার ২৪ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এসময় বন্য প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় চক্রের ২ সদস্যকে আটক করি। পরে তাদের হেফাজতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত উদ্ধার করা হয়। এই দাঁতের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবত এই চক্র হাতির দাঁত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করতেন বলে স্বীকার করেন। আটকদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!