চান্দঁগাওয়ে রেললাইন ঘেঁষা কথিত ‘হিজড়ার’ সেই মাদক—জুয়ার স্পট গুঁড়িয়ে দিল পুলিশ

আলোকিত চট্টগ্রামের প্রতিবেদন প্রকাশের পরপরই

আলোকিত চট্টগ্রামে প্রতিবেদন প্রকাশের পরপরই নগরের চান্দগাঁওয়ের রেললাইন ঘেঁষা বস্তিতে অভিযান চালানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জুয়া ও মাদকের চিহ্নিত স্পট। একইসঙ্গে সতর্ক করে এলাকাজুড়ে মাইকিংও করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা পৌনে ১২টায় আলোকিত চট্টগ্রামে সরেজমিন প্রতিবেদন প্রকাশের পরপরই দুপুরে এ অভিযান চালানো হয়। আলোকিত চট্টগ্রামের প্রতিবেদনের শিরোনাম ছিল— ‘চট্টগ্রামে চান্দগাঁওয়ে রেললাইন ঘেঁষা বস্তিতে ‘হিজড়া সেজে’ মাদক—জুয়ার হাট, নিয়ন্ত্রণে ৫ যুবক’।

জানা যায়, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায়। এতে সহায়তা করে চান্দগাঁও থানা পুলিশ

আরও পড়ুন: চট্টগ্রামে চান্দগাঁওয়ে রেললাইন ঘেঁষা বস্তিতে ‘হিজড়া সেজে’ মাদক—জুয়ার হাট, নিয়ন্ত্রণে ৫ যুবক

বিষয়টি নিশ্চিত করে চাঁন্দগাও থানার ওসি মইনুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মোহরা এলাকায় মাদক ও জুয়ার আসরের সংবাদ জানার পর চট্টগ্রাম সিটি করপোরেশন ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় অভিযান চালিয়ে চিহ্নিত স্থানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে মাইকিং করে জুয়া ও মাদক প্রতিরোধে সবাইকে সর্তক করা হয়েছে।

ওসি আরও বলেন, চান্দগাঁও থানা এলাকায় মাদক ও জুয়ার বিষয়ে জিরো টলারেন্স নীতি চলমান থাকবে।

আরবি/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!