চাঁদ দেখা যাক—না যাক, দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ কাল

বাংলাদেশ ঈদ কখন তা জানা যাবে আজ। চাঁদ দেখা গেলে কাল (১৩ মে) ঈদ হবে, নাহলে পরশু। তবে বাংলাদেশে ঈদ যখনই হোক না কেন দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে কাল (বৃহস্পতিবার) ঈদ।

প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে আসছে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। যেহেতু সৌদি আরবে কাল ঈদ, তাই মির্জাখীল দরবার শরীফের অর্ধলাখ অনুসারীও কাল ঈদ উদ্‌যাপন করবে।

মূলত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলায় মির্জাখীল দরবার শরীফের অর্ধলাখ অনুসারী রয়েছে। সৌদি আরবের সময় অনুযায়ীই তারা কাল ঈদের নামাজ আদায় করবেন।

মির্জাখীল দরবার শরীফ পরিচালনা কমিটির সচিব বজলুর রহমান ও মোহাস্মদ মছউদুর রহমান জানান, সৌদি আরবের দিনক্ষণ অনুযায়ী আমরা বৃহস্পতিবার পবিত্র ঈদ পালন করবো। এজন্য আমাদের ৫০ হাজার অনুসারী ঈদের প্রস্তুতি নিয়েছে।

এদিকে দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে। তারাও বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!