রানীরহাট বাজারে ঘুরছিল চাঁদাবাজি মামলার আসামি—ধরল পুলিশ

রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রানা চৌধুরীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রানীরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রানা চৌধুরী ইসলামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির আবদুল কাদের প্রকাশ পরানের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘অটোরিকশা চালক’ ফিরোজ এখন মস্ত বড় ‘সাংবাদিক’, কাঁধে চাঁদাবাজি মামলাও

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, গ্রেপ্তার রানা চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি (জিআর নম্বর-১৫০/২০২০) মামলার ওয়ারেন্ট রয়েছে। আজ (বুধবার) গোপন সংবাদে রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, রাঙ্গুনিয়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!