চট্টগ্রাম শহরে ইয়াবা বাণিজ্যের নেশার জালে জড়িয়ে ধরা পড়ল র‌্যাবের জালে

নগরের চান্দগাঁও এলাকা থেকে ইয়াবাসহ ৩ মাদককারবারীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭।

আটকরা হলেন- আব্দুস সবুর (৪০), মো. ইরফাত (২৬) এবং মো.শাহেদ (২১)।

জানা যায়, নগরের চান্দগাঁও এলাকায় মাদককারবারীরা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযানে চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তিন মাদককারবারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার ৭২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন: ‘বিব্রত নেতারা’—ইয়াবাকাণ্ডে জড়িয়ে পদ হারালেন সেই ছাত্রলীগ নেতা

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দগাঁও এলাকা থেকে তিন মাদককারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে পাইকারি দামে মাদকদ্রব্য সংগ্রহ করে নগরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!