রাবিপ্রবির প্রথম নারী উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. সেলিনা আখতার

প্রথম নারী উপাচার্য পেল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতারকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

আরও পড়ুন :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা, ট্রেন আটকিয়ে বিক্ষোভ ছাত্রলীগের পদবঞ্চিতদের

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর। এছাড়া বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্ত দেওয়া হয়েছে৷ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. সেলিনা আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন৷

প্রসঙ্গত, আগের ভিসির অবসরে যাওয়ার ৭ মাসের মাথায় নতুন ভিসি নিয়োগ দেওয়া হলো রাবিপ্রবিতে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!