চট্টগ্রাম প্রেস ক্লাবে নিউইয়র্কের ব্যবসায়ী মাসুদ খান  

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী এটিএম মাসুদ খান মতবিনিময় করেছেন।
এ সময় মাসুদ খান বলেন, ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে কাজ করার চেষ্টা করেছি। বর্তমানে প্রবাসে ব্যবসা পরিচালনা করলেও সুযোগ পেলেই দেশমাতৃকার টানে ছুটে আসি । দেশের অর্থনীতিকে সচল রাখতে বর্তমান সরকারের নানা সময়ে গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়। বিদেশের মাটিতে দেশের উন্নয়নের কথা যখন শুনি তখন গর্বে বুক ভরে উঠে।
এটিএম মাসুদ আরও বলেন, চট্টগ্রামবাসী সবসময় দেশের যেকোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে কার্পণ্য করেন না। এছাড়া দেশের ও জাতির নানা ক্রান্তিকালে ব্যবসায়ীদের পাশাপাশি এখানকার সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস।

আরও পড়ুন: আগ্রাবাদে টয়লেটে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ, গায়ে ছুরির দাগ

এ সময় আলী আব্বাস বলেন, নিয়ম-নীতি মেনে গঠনতান্ত্রিকভাবে এই প্রেস ক্লাব পরিচালিত হয়। প্রেস ক্লাবের গঠনমূলক কর্মকাণ্ডের সাথে আগামীতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খানকে ধন্যবাদ জানান তিনি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ জানান সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা।
শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ।
মতবিনিময় শেষে নিউইয়র্কের প্রবাসী ব্যবসায়ী এটিএম মাসুদ খানকে চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য মনোনীত করে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এসআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!