মাফিয়ামুক্ত করে ন্যায্য অধিকার দেওয়ার দাবি, চট্টগ্রাম চেম্বারের সামনে অবরোধ

শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং বৈধ শ্রমিক দিয়ে গ্যাং বুকিংয়ের দাবিতে সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে আগ্রাবাদের চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সামনের সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ইদ্রিস কেরানী।

আরও পড়ুন: হংকংয়ে বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নতুন কমিটি

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নে আওতায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। আমাদের কথা হচ্ছে, শ্রমিকদের মাফিয়া ও গডফাদারমুক্ত করে শ্রমিকদের ন্যায্য অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়। এজন্য আমরা চট্টগ্রাম চেম্বার অব কমার্স কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায়।

তিনি আরও বলেন, আজকের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদানের পরও যদি শ্রমিকরা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না পায়, তাহলে আগামীকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে তারা কাজে যাবেন না। পরে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এসবের দায়ভার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম বন্দরের লাইটারেজ ঠিকাদার সমিতি এবং মালিক সমিতিকে নিতে হবে।

সমাবেশে সংগঠনের উপদেষ্টা, পরিষদের নেতা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!