চট্টগ্রামে ৩ নিহতের ঘটনায় তদন্ত কমিটি—৩ দিনেই প্রতিবেদন

নগরের ইপিজেড এলাকায় তেলবাহী রেল ওয়াগনের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে৷

সোমবার (৬ মার্চ) রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. তারেক ইমরানকে তদন্ত কমিটির প্রধান করা হয়। তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে রেলে চাকরি নিতেই না ফেরার দেশে যুবক, মুহূর্তেই লাশ ৩

এর আগে ৬ মার্চ রাত ৯টার দিকে ইপিজেড থানার এয়ারপোর্ট রোডের মেঘনা পেট্রোলিয়ামের প্রধান ডিপোর সামনে তেলবাহী রেল ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়।

নিহতরা হলেন- মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)। নিহতদের মধ্যে আজিজুল হক বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান এবং অন্য দুজন বাসের যাত্রী।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান মো. তারেক ইমরান আলোকিত চট্টগ্রামকে বলেন, ইতোমধ্যে গঠিত কমিটি তদন্তের কাজ শুরু করেছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!