চট্টগ্রামে ‘ভয়ঙ্কর’ করোনা—আরও ৪ প্রতিষ্ঠান করবে অ্যান্টিজেন টেস্ট

চট্টগ্রামে ‘ভয়ঙ্কর’ রূপ নিয়েছে করোনা। হু হু করে বাড়ছে করোনা শনাক্ত। এমন পরিস্থিতিতে এসেছে সুখবর। চট্টগ্রামে আরও চার বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে অ্যান্টিজেন টেস্টের অনুমতি।

এর আগে চট্টগ্রামে শুধু সরকারি প্রতিষ্ঠান জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন টেস্টের অনুমতি ছিল। সরকারি হাসপাতালের পাশাপাশি দেশজুড়ে এই অনুমতি পেয়েছে ৭৩টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

রোরবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে অনুমতি পাওয়া চার বেসরকারি প্রতিষ্ঠান হলো— শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেড, সিএসসিআর (প্রাইভেট) লিমিটেড, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও মেডিকেল সেন্টার হাসপাতাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (সাতাত্তরটি) নির্ধারিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে কোভিড-১৯ রোগ নির্ণয়ের অনুমোদন দেওয়া হলো।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!