চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে ইয়াবার কারখানা, ৪ কারবারির জেল

নগরে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধারে ডিবির করা মামলায় তিন আসামিকে ২০ বছর ও একজনকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আকতারের আদালত শুনানি শেষে এ রায় দেন।

আরও পড়ুন: স্পিডবোটে স্মাগলিং—১ লাখ ইয়াবাসহ ধরা খেল ৫ কারবারি

সাজাপ্রাপ্তরা হলেন- রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের গৌর গোপাল বাড়ির নারায়ণ মজুমদারের ছেলে শ্যামল মজুমদার, লোহাগাড়া থানার জমিদার বাড়ি ইউনিয়নের নচর উল্লাহর স্ত্রী অয়েশা সিদ্দিকা (২৭), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জহুর আলী ভূইয়া ইউনিয়নের আমিনুল হকের ছেলে মো. মামুন হোসেন মামুন (৩৭) ও লোহাগাড়া থানার মজিদেরপাড়া ইউনিয়নের পেশকার বাড়ি এলাকার বশির আহম্মদের ছেলে আবদুল্লাহ আল আমান (৩৪)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৭ ডিসেম্বর ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকার আবুল হোসেন সওদাগরের ভাড়া বাসার পঞ্চম তলায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবাসহ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এসময় ৪ জন মাদক কারবারীকে আটক করা হয়। তারা ফ্ল্যাটে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন জেলায় পাচার করতো। পরে এ ঘটনায় মহানগর গোয়েন্দা বিভাগের তৎকালীন পরির্দশক মো. কামরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!