চট্টগ্রামে বাসার সামনে পানি বাড়তে দেখে আইপিএস বন্ধ করতে গিয়ে মৃত্যু ২

পানিবন্দী নগরে ঘটছে একের পর এক দুর্ঘটনা। পাঁচলাইশ এলাকায় এবার আইপিএসের বিদ্যুতের শর্ট সার্কিটে ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) সকাল ৭টার দিকে নগরের পাঁচলাইশ কাতালগঞ্জ পেট্রোল পাম্পের সামনে ১নং রোড খান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন জোরারগঞ্জ সত্তরোয়া এলাকার ছালেহ আহাম্মদের ছেলে মো. হোসেন (৩৮)। তিনি পেশায় ড্রাইভার। অপরজন খাগড়াছড়ি রামগড় গজলতলা এলাকার মৃত আব্দুর রউফের ছেলে আবু তাহের (৬৫)। তিনি পেশায় দারোয়ান।

আরও পড়ুন: চট্টগ্রামে হঠাৎ ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, এন্টিজেন টেস্টের পরামর্শ ডাক্তারের

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, কর্মরত অবস্থায় খান বাড়ির বাসার সামনে পানি জমতে দেখে সিঁড়ির নিচে থাকা আইপিএসের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে যায় তারা। এ সময় শর্ট সার্কিটে দুজন বিদ্যুতায়িত হয়ে আহত হন। তাদের উদ্ধার করে নগরের পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, শর্ট সার্কিটে দুজন বিদ্যুস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের শর্ট সার্কিটের সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিস কর্মীরা। এখন পরিস্থিতি স্বাভাবিক। মৃত ব্যক্তিদের লাশ পার্কভিউ হাসপাতালে আছে

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!