চট্টগ্রামে নিয়ন্ত্রণে করোনা

চট্টগ্রামে নিয়ন্ত্রণে এসেছে করোনা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে করোনা নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া হয়।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শনিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এদিন ৮ ল্যাবে ১৪৯ নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭২৪ জন। এর মধ্যে ৯৩ হাজার ৮৩৩ জন নগরের এবং ৩৪ হাজার ৮৯১ জন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৬৭। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জন।

চট্টগ্রাম নগর থেকে আরও পড়ুন

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!