চট্টগ্রামে করোনা : ১ ল্যাবে সর্বনাশ

চট্টগ্রামে করোনায় সর্বনাশ ডেকে এনেছে এক ল্যাব। গত ২৪ ঘণ্টায় ৯ ল্যাবে নমুনা পরীক্ষায় কারো শরীরেই করোনা ধরা পড়েনি। কিন্তু ওই এক ল্যাবে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ জন!

নতুন শনাক্ত ৫ জনই নগরের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোনো উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়নি। আবার এ সময়ে নগর কিংবা উপজেলা কোথাও কোনো করোনা রোগী মারা যাননি। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার করোনা আপডেটে এসব তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনার ‘রহস্যজনক’ আচরণ

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০ ল্যাবে ১ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে শুধু ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৭৯ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়। বাকি ৯ ল্যাবে কারো করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার ০.৩৪ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ১ লাখ ২ হাজার ৩৭৩ জন। মৃতের সংখ্যা থাকছে আগের মতোই, ১ হাজার ৩৩১ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!