চট্টগ্রামে করোনা : ১৪ শূন্যে সুন্দর দিন

চট্টগ্রামে করোনায় সাফল্যের ধারা অটুট আছে। একদিনের ব্যবধানে কমেছে আক্রান্ত। আবার ছিল না কোনো আহাজারি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। আক্রান্ত সবাই নগরের বাসিন্দা।

এদিন সিভিল সার্জন কার্যালয় থেকে চট্টগ্রামের যে ১৪ উপজেলার হিসাব দেওয়া হয় তাতে কেউ করোনায় আক্রান্ত হননি। অর্থাৎ ১৪ উপজেলায় ‘শূন্য’ শনাক্ত!

বুধবার (১৭ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.২৯ শতাংশ।

আরও পড়ুন: করোনাযুদ্ধে নতুন অস্ত্র ‘প্যাক্সলোভিড’ পিল আনছে ফাইজার

নতুন করে শনাক্ত ৪ জনসহ চট্টগ্রামে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৩২৩ জন। এর মধ্যে ৭৪ হাজার ৩১ জন নগরের এবং ২৮ হাজার ২৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩২৮ জন। এর মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!