চট্টগ্রামে করোনা : হঠাৎ বাড়ল আক্রান্ত

হঠাৎ আবারও বাড়ল আক্রান্তের সংখ্যা। একদিন আগে যে সংখ্যাটি ছিল তিনের ঘরে সেটি একদিনের ব্যবধানে বেড়ে হলো ১১! চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ জন।

আগের দিনের ধারাবাহিকতায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এদিন কোনো মৃত্যু হয়নি। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪১৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে কমেছে করোনার প্রকোপ

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ১জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগর এলাকার, আনোয়ারা উপজেলার ৩ জন এবং ১ জন ফটিকছড়ির বাসিন্দা।

জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ৪৮৯ জন। আর মৃতের সংখ্যা আগের মতোই, ১ হাজার ৩৩২ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!