চট্টগ্রামে করোনা : মৃত্যুশূন্য দিনেও বেড়েছে শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনার নমুনা পরীক্ষা। বেড়েছে শনাক্তের সংখ্যাও। তবে এ সময়ে চট্টগ্রামের কোথাও কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮০ নমুনা পরীক্ষায় করোনা পাওয়া গেছে ৭ জনের শরীরে। শনাক্তের বিবেচনায় যা ০.৫১ শতাংশ। আগের দিন সাড়ে বারশ’ নমুনা পরীক্ষায় ৫ জন পজিটিভ রোগী পাওয়া যায়। শনাক্তের হার ছিল ০.৩৯ শতাংশ।

আক্রান্তদের ৪ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (২৭ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৯ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮ নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭ নমুনায় ২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬ নমুনায় ১ জন, শেভরনে ৩৬৬ নমুনায় ১ জন এবং ইপিক হেলথ কেয়ারে ২৯ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে আগের দিনের চিত্র

এছাড়া বিআইটিআইডিতে ৩১৫টি, কক্সবাজার মেডিকেল কলেজে ১১টি, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৮৪টি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০৪টি নমুনা পরীক্ষা হলেও কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

এদিন মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাবএইড, আরটিআরএল এবং মেডিকেল সেন্টার ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। হয়নি কোনো এন্টিজেন টেস্টও।

১৪ উপজেলার মধ্যে আনোয়ারায় ২ জন ও হাটহাজারীতে ১ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৮৫ জন। যার ৭৪ হাজার ৭৮ জন নগরের এবং ২৮ হাজার ৩০৭ জন উপজেলার বাসিন্দা।

১ হাজার ৩৩১ মৃত্যুর ৭২৩ জন নগরের এবং ৬০৮ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!