চট্টগ্রামে করোনা : ‘ভয়ঙ্কর’ ওমিক্রনের মাঝেই এল ‘সুখবর’

ভয়ঙ্কর ‘ওমিক্রন’ আতঙ্কে কাঁপছে বিশ্ব। বাংলাদেশেও ইতেমধ্যে আঘাত করেছে করোনার এই ভয়ঙ্কর ভ্যারিয়েন্টটি। তবে আশার কথা, ভয়ঙ্কর ওমিক্রনের মাঝেই চট্টগ্রামে এসেছে সুসংবাদ। আগের দিন করোনায় মৃত্যু দেখেছিল চট্টগ্রাম।

টানা ১৯ দিন পর হঠাৎ করোনা রোগীর মৃত্যুতে ছড়িয়ে পড়েছিল ‘ভয়’। তবে একদিনের ব্যবধানেই দূর হয়ে গেছে সেই ভয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও মারা যায়নি কোনো করোনা রোগী।

ওমিক্রন শনাক্তের চতুর্থ দিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামে। শনাক্ত সবাই নগরের বাসিন্দা। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ‘ওমিক্রন’ আঘাতের তৃতীয় দিনে ভাঙল চট্টগ্রামে মৃত্যুর রেকর্ড

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১ ল্যাবে ১ হাজার ৬২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.৩১ শতাংশ।

এদিন ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪০০ নমুনা পরীক্ষায় ২ জনের, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৪ নমুনা পরীক্ষায় ১ জনের এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৩০ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা ধরা পড়ে।

এর মধ্যদিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা হলো ১ লাখ ২ হাজার ৪৭৬ জন। মৃতের সংখ্যা আগের মতোই, ১ হাজার ৩৩২ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!