চট্টগ্রামে করোনা : দ্বিগুণ আক্রান্তের দিনে মৃত্যুর হানা

চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা। এর আগে রোববারও একজনের মৃত্যু হয়েছিল।

এছাড়া রোববারের তুলনায় আজ (সোমবার) সংক্রমণ বেড়েছে প্রায় দ্বিগুণ! গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮২ জন নগরের এবং ১১ জন উপজেলার বাসিন্দা। রোববার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার (৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ১৩ ল্যাবে ৬০৮ নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: শুটারগান রেখে মালিককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল নিজেই

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে ৯২ হাজার ৮১২ জন নগরের এবং ৩৪ হাজার ৬৩২ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬৫। এর মধ্যে নগরে ৭৩৫ জন এবং উপজেলায় ৬৩০ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!