চট্টগ্রামে করোনা : গ্রামে কমলেও নগরে কমছে না

চট্টগ্রাম নগরে কমছে না করোনা রোগী। তবে গ্রামে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোনো উপজেলায় শনাক্ত হয়নি করোনা রোগী।

এ সময়ে যে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন তারা সবাই নগরের বাসিন্দা। এর মধ্য দিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা হলো ১ লাখ ২ হাজার ৪৯৮ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩৩২ জন।

আরও পড়ুন: ৬ শূন্যে চট্টগ্রামে করোনা নামল অর্ধেকে

রোববার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০ ল্যাবে ১ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৪ নমুনা পরীক্ষায় ১ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ৪৬৬ পরীক্ষায় ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৩৫ শতাংশ।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!