চট্টগ্রামে করোনা : আনন্দের দিনে নেই মৃত্যুর যন্ত্রণা

চট্টগ্রামে করোনায় কোরবানির আনন্দের দিনে নেই মৃত্যুর যন্ত্রণা। আবার এদিন করোনাও খুব বেশি বাড়েনি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন (শনিবার) ৩১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন নগরের এবং ৫ জন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ১২ দশমিক ৯২ শতাংশ।

আরও পড়ুন: কোরবানির আগমুহূর্তে চট্টগ্রামে কমল করোনা

রোববার (১০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ৯ ল্যাবে ২৬৩ নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭২৯ জন। এর মধ্যে ৯৩ হাজার ৫৭ জন নগরের এবং ৩৪ হাজার ৬৭২ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬৫। এর মধ্যে নগরে ৭৩৫ জন এবং উপজেলায় ৬৩০ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!