চট্টগ্রামে করোনা: আক্রান্তের হারে ‘আতঙ্ক’ বাড়ছে

চট্টগ্রামে ‘আতঙ্ক’ বাড়ছে করোনা আক্রান্তের হারে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না আক্রান্তের হারে। দিন দিন আক্রান্তের হার শুধু বাড়ছেই।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আক্রান্তের হার ছাড়িয়েছে ২৮ শতাংশেরও বেশি! এ সময়ে ১ হাজার ১৫১ নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। আক্রান্তের হার ২৮ দশমিক ৪১ শতাংশ।

এর আগের দিন আক্রান্তের হার ছিল ২২ শতাংশের বেশি। ওইদিন ১ হাজার ৩৬০ নমুনা পরীক্ষায় আক্রান্ত হন ৩০০ জন। আক্রান্তের হার ২২.০৬ শতাংশ।

কোনো দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে কি-না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু নির্দেশক থেকে বোঝা যায়। এর একটি হলো— আক্রান্তের হার। টানা দুই সপ্তাহের বেশি আক্রান্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।এ হিসাবে চট্টগ্রামে আক্রান্তের হার স্বাভাবিকের সাড়ে পাঁচগুণেরও বেশি। এ পরিস্থিতি ‘উদ্বেগজনক’— বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামে আক্রান্তের হার এখন ঊর্ধ্বমুখী। এ অবস্থার দ্রুত উন্নতি করতে হবে। আক্রান্তের হার নিয়ন্ত্রণে আনতে হলে কঠোর লকডাউনের বিকল্প নেই। একমাত্র কঠোর লকডাউনই পারে আক্রান্তের হারের লাগাম টানতে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!