চট্টগ্রামে করোনায় শূন্য আর শূন্য

চট্টগ্রামে করোনা প্রায় প্রতিদিন এখন শূন্যের ঘরে। টানা ৬ দিন কোথাও পাওয়া যায়নি কোনো করোনা রোগী। এছাড়া মৃত্যুতেও বজায় আছে সাফল্যের ধারাবাহিকতা।

এর আগে গত ৮ ও ৯ এপ্রিল দুজনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্ত দুজন নগরের বাসিন্দা।

আরও পড়ুন: চট্টগ্রামে ভাঙল শূন্যের রেকর্ড

গতকাল বৃহস্পতিবার বছরের প্রথম দিনও করোনাশূন্য ছিল চট্টগ্রাম।

গত ২৪ ঘণ্টায় নগর ও উপজেলার কোথাও শনাক্ত হয়নি করোনা রোগী। এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যাননি।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শূন্য নয়, শঙ্কাও

শুক্রবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ৯ ল্যাবে ২৪৭ নমুনা পরীক্ষা হয়। আগের দিন ১১ ল্যাবে করা হয় ৩২৮ নমুনা পরীক্ষা।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৬ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!