চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্তের ধারাবাহিকতা

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতা গত ২৪ ঘণ্টায়ও বজায় ছিল। এদিন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৭ জন। মৃত্যুতেও একই ধারাবাহিকতা দেখা যাচ্ছে।

আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায়ও করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

সোমবার (১৫ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৯ ল্যাবে ১ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরে ৪ জন এবং উপজেলায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলার ২ জনের মধ্যে ১ জন হাটহাজারীর ও অপরজন ফটিকছড়ির বাসিন্দা।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : আহাজারির দিনে শনাক্তেও সুখবর নেই

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ৩৪৭ নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৯ নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৩ নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৫৮ নমুনা পরীক্ষায় ২ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ৬ নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

নতুন করে শনাক্ত ৬ জনসহ জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ৩১৪ জন। এর মধ্যে ৭৪ হাজার ২৬ জন নগরের এবং ২৮ হাজার ২৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে করোনায় চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২৮ জন। এর মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!