চট্টগ্রামে করোনার ‘রহস্যজনক’ আচরণ

চট্টগ্রামে করোনাভাইরাস যেন ‘রহস্যজনক আচরণ’ করছে। কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বা কমতে কমতে শূন্যে নেমে যাচ্ছে। কখনো নগরে রোগী পাওয়া যাচ্ছে বেশি, কখনো বা উপজেলায়। নির্দিষ্ট কোনো ফ্রেমে থাকছে না করোনাভাইরাসের বিস্তার।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। এর মধ্যে ৫ জনই নগরের বাসিন্দা। অপরজন দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ১ হাজার ৩৩১ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৩৬৮ জনে।

আরও পড়ুন: দুর্দান্ত দিনের পর চট্টগ্রামে আবার করোনার আঘাত

বুধবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১ জনের এন্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ১ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ০.৪১ শতাংশ।

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন, অ্যান্টিজেন টেস্টে ১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!