চট্টগ্রামে করোনা : শনাক্তে ‘সুখবর’—মৃত্যুভয় কাটছে না

চট্টগ্রামে করোনা শনাক্তে সুখবর পাওয়া গেছে। তবে এখনও কাটেনি ‘মৃত্যুভয়’। চট্টগ্রাম ও কক্সবাজারের ৮টি ল্যাবে ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২৩ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। এর আগের দিন শনাক্ত হয়েছিলেন ৪৪ জন। তবে এ সময়ে কমে এসেছ শনাক্তের হার।

সিভিল সার্জন কার্যালয় বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১.৯৬ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২.৪৫ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই নগরের বাসিন্দা। আগের দিন তিনজনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: ‘ভয়’—চট্টগ্রামে করোনায় ৩ গুণ মৃত্যু, শনাক্তেও লাফ

শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ করোনার আপডেট তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪ জনের নমুনা পরীক্ষায় ২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বৃহষ্পতিবার শনাক্ত হওয়া ২৮ জন মিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১ হাজার ৭৫২ জন। যার মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৬৯৪ জন, বাকি ২৮ হাজার ৫৮ জন বিভিন্ন উপজেলার।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!