চট্টগ্রামে আইনজীবীর গলায় ফাঁস—স্ত্রী বলছে ‘আত্মহনন’, পুলিশের সন্দেহ ‘খুন’

স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আল মামুন নামে এক শিক্ষানবিশ আইনজীবী আত্মহনন করেছেন।

তবে এটি আত্মহত্যা নয়, খুনের আশঙ্কা করছে পুলিশ। নগরের চকবাজার থানায় পুলিশ হেফাজতে রয়েছেন স্ত্রী।

বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নগরের চকবাজার থানাধীন মিয়ার বাপের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল কাদের বলেন, দাম্পত্য কলহের জেরে আল মামুন গলায় ফাঁস দিয়েছেন বলে জানান তার স্ত্রী। তবে তার মাথায় এবং গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ কারণে ময়নাতদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে। আল মামুনের স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৫টায় নগরের পার্কভিউ হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গলায় ফাঁস দিয়েছেন জানিয়ে আল মামুনকে নিয়ে আসেন তার স্ত্রী। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ এসে এ বিষয়ে তদন্ত করেন। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য লাশ হেফাজতে নেয় পুলিশ।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আল মামুন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রাম জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

তিনি বলেন, এক বছর আগে আল মামুন এবং তার স্ত্রী ভালোবেসে বিয়ে করেন। কিন্তু তাদের সংসারজীবনে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন রয়েছে।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!