চট্টগ্রামের এক প্রকল্পে এডিপির দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ

২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। ১ হাজার ৫১৫টি প্রকল্পের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রকল্পের মধ্যে এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে চট্টগ্রামের মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প।

মঙ্গলবার (১৮ মে) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভার সভাপতিত্ব করেন। এনইসির সভায় আগামী অর্থবছরে দেশের উন্নয়নকাজ পরিচালনার জন্য নতুন এই এডিপি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

এছাড়া সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। তাদের বরাদ্দের পরিমাণ প্রায় ১৮ হাজার ৪২৬ কোটি ১৬ লাখ টাকা।

সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে যেসব প্রকল্প

প্রথম দুটি ছাড়া সর্বোচ্চ গুরুত্ব পাওয়া প্রকল্পের তালিকায় ৫ হাজার ৫৩ কোটি ৯৮ লাখ টাকা পেয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্প। প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা পেয়েছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬)। পদ্মা সেতু রেল সংযোগ (প্রথম সংশোধিত) প্রকল্প প্রায় ৩ হাজার ৮২৩ কোটি ৫১ লাখ টাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পেয়েছে প্রায় ৩ হাজার ৫৮০ কোটি টাকা।

এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প প্রায় ৩ হাজার ২২৭ কোটি ২০ লাখ টাকা, এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্প প্রায় ৩ হাজার ৫১ কোটি ১১ লাখ টাকা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়-প্রথম সংশোধিত) প্রকল্প প্রায় ২ হাজার ৮২৭ কোটি ৫২ লাখ টাকা পেয়েছে ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!