চট্টগ্রামেই নিশ্চিত হবে ভারতের চিকিৎসা, ফ্রিতে সেবা দিবে ‘স্পর্শ’

চট্টগ্রামে বিনামূল্যে অনলাইন কনসালটেশন সেন্টার চালু করছে ভারতের স্বনামধন্য স্পর্শ হাসপাতাল।নগরের ও আর নিজাম রোডের ৩নং রোডের ৩৩নং বাড়ির মেডিএইডারের চট্টগ্রাম অফিসে এ সেবা চালু করা হবে।

রোববার (৫ জুন) নগরের একটি হোটেলে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন হাসপাতালটির গ্রুপ চিফ অপারেটিং অফিসার জোসেফ পাসাঙ্ঘা।

তিনি বলেন, বাংলাদেশ থেকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে যান তাদের যাওয়ার আগে অনেক সময়ই সঠিক হাসপাতালটি খুঁজে পেতে বেগ পেতে হয়। এজন্য এখান থেকে যাওয়ার আগে যদি বিনামূল্যে ভার্চুয়াল অর্থাৎ ভিডিও কনসালটেশনের মাধ্যমে সঠিক হাসপাতাল ও ডাক্তার খুঁজে পাওয়া যায় তাহলে যাওয়ার পর চিকিৎসা গ্রহণের কাজটি অনেকটাই সহজ হয়ে যায়। তাছাড়া চট্টগ্রামে স্পর্শ হাসপাতালের এ সেবাটি দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন: ইনফেকশন হলে অগ্নিদগ্ধ রোগী কেউ বাঁচবে না—চট্টগ্রাম মেডিকেলে ডা. সামান্ত লাল

তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে সুপ্রসিদ্ধ হাসপাতালটির নেতৃত্বে রয়েছেন স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডা. শরণ এস পাতিল।

স্পর্শ হাসপাতাল অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট, নিউরোসার্জারি এবং প্রচলিত চিকিৎসা ব্যবস্থাগুলো ছাড়াও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন, কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন, লিভার ও হার্ট ট্রান্সপ্ল্যান্টেশনের জন্যও বিখ্যাত বলে জানান জোসেফ পাসাঙ্ঘা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পর্শ হাসপাতালের জেনারেল ম্যানেজার-ইন্টারন্যাশনাল বিজনেস ডা. দীপশিখা রাজ ও মেডিএইডারের সিইও শাব্বীর আহমদ তামীম।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!