চকরিয়ায় খুন করে লুকিয়ে ছিল হাটহাজারীতে, র‍্যাবের জালে ২ ভাই

চকরিয়ায় অটোরিকশা চালক রাসেল আজম বাহাদুরকে (৩০) খুনের ঘটনায় দুভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (৫ নভেম্বর) হাটাহাজারী উপজেলার চিকনদন্ডী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চকরিয়ার নাপিতখালীপাড়া ইউনিয়নের মো. ইছহাকের দুছেলে ইয়াছিন আরাফাত (২২) ও মো. কাজল (২৪)।

র‍্যাব জানায়, গত ১৩ অক্টোবর চকরিয়ার বদরখালীতে অটোরিকশার ভাড়া নিয়ে তর্ক হয়। এ সময় রাসেল হোটেলে খাবার খেতে গেলে ইয়াছিন ছুরিকাঘাত করে রাসেলকে খুন করে। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে তরুণীর ‘প্রেমিক বদলের’ শোধ নিতেই খুন করা হয় যুবককে

গত ১৬ অক্টোব মামলার ৩ নম্বর আসামি মো. ইসহাককে (৫০) গ্রেপ্তার করে পুলিশ ৷ তখন থেকে আত্মগোপন যাওয়া খুনি দুভাইকে গ্রেপ্তারে তদন্ত শুরু করে র‍্যাব-৭।

শনিবার গোপন সংবাদে হাটহাজারী থানার চিকনদন্ডী গ্রামে অভিযান চালিয়ে দুভাইকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!