চকবাজার মতি কমপ্লেক্সে হঠাৎ আগুন, পুড়ল দোকান

নগরের চকবাজার মতি কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে রাজিয়া টেইলার্স (২০ নম্বর) দোকান পুড়ে গেছে। পাশের একটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় আশপাশের মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে গুলজার মোড় এলাকার মার্কেটটিতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে বের হওয়া ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাজিয়া টেইলার্স থেকে আগুনের সূত্রপাত। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

সরেজমিন দেখা গেছে, মতি কমপ্লেক্সের ভেতরে রাজিয়া টেইলার্সের দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বের হচ্ছে পোড়া গন্ধ। পানিতে সয়লাব নিচতলা। তবে এসময় দোকান মালিককে ঘটনাস্থলে খুঁজে না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

এদিকে মার্কেটের বাইরে দোকান মালিক সমিতির দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা করতে দেখা গেছে। এসময় উৎসুক জনতাও ভিড় জমায় সেখানে।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা চকবাজার থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. নুর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করি। তারা এসে দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রাজিয়া টেইলার্সের সব মালামাল পুড়ে যায়।

মার্কেটের বাইরের উত্তেজনা বিষয়ে জানতে চাইলে এসআই বলেন, সাবেক ও বর্তমান কমিটির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে আছে।

যোগাযোগ করা হলে চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

সিনিয়র স্টেশন অফিসার আরও বলেন, প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। ওই সময় মার্কেট ও সব দোকান বন্ধ ছিল। ক্ষয়ক্ষতি তদন্ত শেষে জানা যাবে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!