চকবাজারে পুলিশের অভিযানে রাস্তা-ফুটপাত দখলমুক্ত

নগরের চকবাজারে রাস্তা-ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চকবাজার থানা পুলিশ।

সোমবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় রাস্তা-ফুটপাত দখল করে থাকা অর্ধশতাধিক ভাসমান দোকান তুলে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া চকবাজার থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সংকর বড়ুয়া বলেন, ওসি মহোদয়ের নির্দেশনায় চকবাজার ধুনীরপুল থেকে ফুলতলা পর্যন্ত অর্ধশতাধিক ভাসমান দখলকারীকে রাস্তা-ফুটপাত থেকে সরিয়ে দেওয়াসহ পুনরায় না বসতে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: চকবাজারে ভাসমান দোকানে বাড়ছে বখাটের আড্ডা, চলে মাদক বেচাকেনাও

যোগাযোগ করা হলে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, রাস্তা-ফুটপাত অবৈধ দখলমুক্ত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। এছাড়া এ বিষয়ে সিএমপি কমিশনার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় আজও চকাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাস্তা-ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

এদিকে একই স্থানে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও সুফল পায়নি এলাকাবাসী। অভিযান শেষ হতে না হতেই ফের দখল হয়ে যায়। দখলমুক্ত রাস্তা-ফুটপাত যাতে পুনরায় দখল না হয় সেজন্য থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!