চকবাজারের পর এবার ধরা খেল অলংকারের কুটুমবাড়ী

চকবাজার এলাকার কুটুমবাড়ীর পর এবার ধরা খেল অলংকারের কুটুমবাড়ী। এই রেস্তোরাঁকে এবার মামলা দিয়ে জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ ও টিকা সনদ না থাকার দায়ে অলংকার এলাকার কুটুমবাড়ী রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ধরা খেল চকবাজারের কুটুমবাড়ি, পার পেল না কেনটাকী রেস্টুরেন্টও

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নগরের অলংকার মোড় ও কর্ণেলহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিক জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ ও টিকা সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় কুটুমবাড়ী রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কর্ণেলহাট এলাকায় রাস্তায় নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: চকবাজারের কাচ্চি ডাইনের পর এবার ধরা খেল আগ্রাবাদের হাজী কাচ্চি ঘর

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহায়তা করে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের জন্য চকবাজারের কুটুমবাড়ী রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানাসহ মামলা করেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!