ঘোড়ার মৃত্যু: কক্সবাজারে তদন্ত কমিটি

কক্সবাজারে একের পর এক ঘোড়ার মৃত্যুর ঘটনায় অবশেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩১ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কক্সবাজার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. নেবু লাল দত্তকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্যরা হলেন-কক্সবাজার প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা ডা. মিজবাহ উদ্দিন কুতুবী ও ডা. এহসানুল হক।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অসীম বরণ সেন জানান, খাদ্য সংকটে পড়ে ঘোড়া মারা যাওয়ার বিষয়টি সত্য নয়। এরপরও বিভিন্ন গণমাধ্যমে খবরটি আসার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে খাদ্য সংকটে ঘোড়ার মৃত্যুর ঘটনায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি  ( বেলা) ১৩ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছেন।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!