গোসল করতে গিয়ে বজ্রপাতে লাশ যুবক

হাটহাজারীতে বজ্রপাতে মো. মহসিন (৩৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফতেয়াবাদ পূর্ব ছড়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের মৃত নাছের আহাম্মেদের ছেলে এবং পাহাড়তলীর সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরীর ভাগিনা।

আরও পড়ুন : বজ্রপাতের বিকট শব্দে—হঠাৎ বুকে ব্যথা, ব্যবসায়ীর মৃত্যু

বুধবার রাত ৯টার সময় পূর্ব ছড়ারকুল হযরত দাঈম উদ্দিন শাহ রহ. আলা. ও হযরত বশির উল্লাহ শাহ রহ. আলা. মসজিদের ঈদগাহ ময়দানে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে।

নিহতের মামা সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার ভাগিনা পেশায় একজন কনস্ট্রাকশন ঠিকাদার। পেশাগত কাজে সকালে বাসা থেকে বের হয় সে। কাজ শেষে দুপুরে বাসায়ও আসে। বাসায় এসে গোসল করার জন্য ঘরের বাইরে যেতেই হঠাৎ বজ্রপাত পড়ে তার ওপর। তার দেহ মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, ফতেয়াবাদ পূর্ব ছড়ারকুল এলাকায় বজ্রপাতে মহসিন নামে এক ব্যক্তি নিহতের খবর পেয়েছি। মহসিন পেশায় একজন ঠিকাদার। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!