মোহরায় বুলবুলির দুই পায়ের ওপর গেল ডেমু ট্রেন

দোহাজারীগামী ডেমু ট্রেনের নিচে পড়ে বুলবুলি (৪০) নামের মহিলার পা কাটা পড়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মোহরা মৌলভি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  : হাটহাজারীতে ট্রেনে উঠতে গিয়ে শরীর থেকে মাথা ছিন্ন শিশুর

নিহত বুলবুলির বাড়ি বোয়ালখালীর শাকপুরা বলে জানা গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ষোলশহর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ষোলশহর থেকে ৫টা ৩০ মিনিটে দোহাজারীগামী ডেমু ট্রেনটি ছেড়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে জানালীহাট স্টেশনের পর মোহরা মৌলভিবাজার এলাকায় পৌঁছে ট্রেন। এ সময় বুলবুলি রেললাইন পার হতে গিয়ে ডেমু ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর দুই পা কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, রেললাইন পার হতে গিয়ে বুলবুলি নামে এক মহিলার দুটি পা কাটা পড়েছে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিএম/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!