রাতের আঁধারে আনা হয়েছিল ৪০০ বস্তা সরকারি চাল, গুদাম মালিক আটক

পেকুয়ায় খাদ্য অধিদপ্তরের ৪শ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এসময় গুদাম মালিক মো. দিদারকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া বাজারের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

আরও পড়ুন: এবার সেই ব্রিজে আটকে গেল খাদ্য গুদামের চালবোঝাই ট্রাক

আটক গুদাম মালিক দিদার একই এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় জানা গেছে, সোমবার গভীর রাতে একটি ট্রাকে করে চালগুলো গুদামে নিয়ে আসেন ব্যবসায়ী দিদার। বিষয়টি সন্দেহ হলে ওই গুদামে তালা দিয়ে প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা।

এ বিষয়ে পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, সরকারি চালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গুদামটি সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ৪শ বস্তা চাল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: গুদামে মিলল বিপুল পরিমাণ কারেন্ট জাল, আটক ১

তিনি আরও বলেন, বেআইনিভাবে সরকারি চাল নিজ হেফাজতে রাখার অপরাধে গুদাম মালিক মো. দিদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!